মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় ওসি মো. সাইফুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার ২৯ অক্টোবর,২০২২খ্রি. বিকাল সাড়ে ৩ টার দিকে এসআই(নিঃ) নুরুল্লা ভুইয়া সঙ্গীয় এএসআই মোঃ মাসুদ রানা ও ফোর্সসহ হোমনা থানা এলাকায় জরুরী ডিউটি করাকালে হোমনা থানাধীন ৪নং চান্দের ইউনিয়নের সীতারামপুর গ্রামস্থ প্রিন্স মিয়ার বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে আসামিদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন কুমিল্লার মুরাদনগর থানার কদমতলী গ্রামের কামাল মিয়ার ছেলে রাসেল রানা (২৪), হোমনা থানার নিলখী ইউনিয়নের ভবানীপুর গ্রামের রৌশন আলীর ছেলে হাছান আলী(৫০) এবং মোহাম্মদ আলীর ছেলে শফিক মিয়া(৪৮)। এসআই (নিঃ) মোঃ নুরুল্লা ভুইয়া বাদী হয়ে ০৩ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে হোমনা থানার মামলা নং-০৫, তারিখ-২৯/১০/২০২২খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণি ১০(ক) রুজু করা হয়। মামলা তদন্তভার পিএসাই মোঃ কামাল হোসেন এর উপর অর্পণ করা হয়। মামলার তদন্ত অব্যাহত আছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘এসপি স্যারের নির্দেশ মোতাবেক হোমনাকে অপরাধমুক্ত রাখতে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ও জুয়াড় সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ সীতারামপুর গ্রামে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।