ক্রাইম পেট্রোল ডেস্ক:
বাগেরহাটের মোল্লাহাটে নিজ ঘরে ডেকে নিয়ে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে মোল্লাহাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার বিকালে নিজ ঘরে ডেকে নিয়ে ওই শিশুকে ধ'র্ষণ করে ওই কিশোর। পরে নির্যাতিতা শিশুর পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় অভিযোগ করা হয়।
আটক কিশোর ওই এলাকার ট্রাকচালক মো. আবুল কালামের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়াশোনা করে। ঘটনার দিন কিশোরের মা সেলাই প্রশিক্ষণে এবং বাবা ট্রাক নিয়ে বাইরে ছিলেন।
পুলিশ জানায়, পুতুল তৈরীর টুকরো কাপড় দেওয়ার কথা বলে ওই শিশুকে নিজ বসত ঘরে ডেকে নেয় কিশোর। বাড়িতে কেউ না থাকার সুবাদে সেখানে শিশুটিকে ধ'র্ষণ করে। মুমূর্ষু অবস্থায় শিশুটি বাড়িতে আসে। পরিবারের লোকজন বুঝতে পেরে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আ'শঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নিকটস্থ গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, 'ধ'র্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি বেশ অসুস্থ, গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।