ক্রাইম পেট্রোল ডেস্কঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক এতিমখানায় হা'মলা ও ভা'ঙচুর চালিয়েছে দু'র্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় এ হামলা ও ভা'ঙচুরের ঘটনা ঘটে।
জানা গেছে, শিশু সদনের ছাত্ররা রাতে এশা ও তারাবির নামায আদায়ের জন্য এতিমখানা সংলগ্ন মসজিদে যায়। এ সুযোগ অজ্ঞাত পরিচয় দু'র্বৃত্তরা শিশু সদনে ঢুকে শিশুদের কাপড়-চোপড়, বিছানাপত্র ধা'রালো অ'স্ত্র দিয়ে কু'পিয়ে টুকরো টুকরো করে ফেলে। তারা রুমের ফ্যানসহ বিভিন্ন মালামালও ক্ষতিগ্রস্ত করে।
এ ঘটনায় এতিমখানা ও পার্শ্ববর্তী এলাকায় আ'তঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে অনেক অভিভাবক তাদের শিশুদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য এতিমখানায় জড়ো হন। অনেককে নিয়েও গেছেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।