আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ছোট ভাইকে ‘কুপিয়ে’ ঘটনা স্হলে ‘হত্যার’ ঘটনায় গ্রেপ্তার হওয়া বড় ভাই এনামুল ইসলাম (৩২) হাসপাতালে ২৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন।
১৫ সেপ্টেম্বর বুধবার ২০২১ রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। উল্লেখ্য গত ২০ আগস্ট শুক্রবার ২০২১ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দরৌহা এলাকায় বাড়িভিটার জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ‘সংঘর্ষ’ হয়। এতে বড় ভাই এনামুল ইসলামের ‘দায়ের’ ‘কোপে’ ছোট ভাই জাকিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। ‘সংঘর্ষে’ বড় ভাই এনামুল ইসলামকে আহত অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। চিকিৎসার জন্য মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে পুলিশ হেফাজতে তাকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে জামালপুর থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তিনি মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছোট ভাই জাকিরুল ইসলামের ‘মৃত্যুর’ ঘটনায় নিহতের বাবা আব্দুল মান্নান বড় ছেলের নামে থানায় ‘হত্যা’ মামলা দায়ের করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।