ক্রাইম পেট্রোল ডেস্ক : মেধাবী শিক্ষার্থী মো. রাসেল মিয়াকে মেডিকেল কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ। দরিদ্রতাকে জয় করেছেন অদম্য মেধাবী শিক্ষার্থী মো. রাসেল মিয়া। সে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের ওমরপুর গ্রামের মোঃ মোজাম্মেল হক এর পুত্র। শত কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে সে এবার পটুয়াখালী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছে। কিন্তু অর্থাভাবে ভর্তি হতে পারছিল না। আজ বুধবার ৬ নভেম্বর সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সাথে সাক্ষাৎ করলে তিনি তাকে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
মেধাবী শিক্ষার্থী রাসেল জানায়, তার সাত ভাই বোনের মধ্যে বতর্মানে একজন কলেজে, দুইজন প্রাইমারি স্কুলে এবং একজন হাইস্কুলে অধ্যয়নরত। তার বাবা একজন মৎস্যজীবী। বিগত ২০১৭ সালে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ এবং ২০১৯ সালে এমসি কলেজ, সিলেট থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। ভর্তির জন্য আর্থিক সহায়তা পেয়ে রাসেল আবেগে আপ্লুত হয়ে যান এবং বলেন তার স্বপ্ন মেডিকেলে পড়ার। সহায়তার জন্য জেলা প্রশাসকের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।