প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২১, ৯:৪৬ অপরাহ্ণ
মেঘনায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে আলোচনাসভা ও খাবার বিতরণ


দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি :>>
আজ কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ শুরু হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জালাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় এবং মেঘনা থানার ওসি আব্দুল মজিদ।
পুষ্টি সপ্তাহে "খাদ্যের কথা ভাবলে পুষ্টিকর খাবারের কথাও ভাবুন" শীর্ষক আলোচনা সভায় বক্তারা রোগপ্রতিরোধক খাবার, তাপ ও শক্তিদায়ক খাবার এবং ক্ষয়পূরণ ও বৃদ্ধিকারক খাবার নিয়ে আলোচনা করেন।
ডা: জালাল হোসেন বলেন, শিশু জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে অবশ্যই শালদুধ খাওয়াতে হবে। কিশোর-কিশোরীদেরকে ঘরে তৈরী পুষ্টিকর খাবার গ্রহণের উপর আরও যত্নশীল হবারও আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে প্রায় অর্ধশতাধিক কর্মহীন অসহায় মানুষের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube