বিশেষ প্রতিনিধি : গতকাল শুক্রবার মেঘনা উপজেলার সাতানি আশরাফুল উলুম মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - দেওবন্দ-ভারতের আল্লামা মুফতী রাশেদ আজমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন -মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী(কুয়াকাটা)। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- উজানী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা আবদুর রহমান, পুলিশের ডিআইজি মাহবুবুর রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ এবং মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ মিয়া ও রতন শিকদার প্রমূখ। মহাসম্মেলনে হিফজ সমাপ্তকারীদের পাগড়ী পড়িয়ে দেন, আল্লামা আবদুর রব( মদিনা হুজুর)। এর আগে মাদরাসা কমপ্লেক্সে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ডিআইজি মাহবুবুর রহমান মাদক, দুর্নীতি এবং ইভটিজিং এর বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান। তাছাড়া এ বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে মাওলানা সাহেবদেরকে বয়ান করার জন্য অনুরোধ জানান।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।