ক্রাইম পেট্রোল ডেস্ক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ঋণের চাপ সইতে না পেরে ছায়েন মোল্লা (৫৫) নামে এক দরিদ্র কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার বিকালে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়েন মোল্লা ঋণগ্রস্ত ছিলেন। টাকা পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে তারা মনে করছেন। ছায়েম মোল্লা উত্তর পাইকপাড়া গ্রামের জালাল মোল্লার ছেলে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন পিপিএম বলেন, খবর পেয়ে ছায়েম মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।