
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে“ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের প্রধান বাজারকে একটি আদর্শ বাজার ও নিরাপদ খাদ্য জোনে রূপান্তর করার লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বাজার কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বাজার কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. আবুল হাসেমের সভাপতিত্বে আবাসিক মেডিকেল কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ)সাধারণ সম্পাদক,স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও সিভিল সার্জন ডা. মোঃ শাহ্ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়,বাজার কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি।সভায় স্বাগত বক্তব্য রাখেন স্যানিটারী ইন্সপেক্টর পরিমল চন্দ্র সরকার।এসময় বাজার পরিস্কার-পরিছন্ন রাখার লক্ষ্যে ব্যবাসয়ীদের মাঝে ময়লা ফেলার জন্য ডাস্টবিন ও ধূমপান থেকে বিরত থাকুন,ইহা শাস্তিযোগ্য অপরাধ সর্তকমূলক লিফলেট বিতরণ করা হয়। সভায় বাজারের ব্যবসায়ী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।