দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গাঁ'জাগাছসহ একজনকে গ্রে'ফতার করেছে র্যাব। ময়মনসিংহ র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার লাংগুলিয়া গ্রামে বসত বাড়ীর পাশে গাঁ'জা গাছ চাষ হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে মোঃ রাসেল বেপাড়ী নামে একজনকে গ্রে'ফতার করে। এসময় তার বাড়ীর উঠানের পাশ হতে একটি জীবন্ত গাঁ'জার গাছ জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
গ্রে'ফতারকৃত রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ীর পাশে অ'বৈধভাবে গাঁ'জার গাছ চাষ করার কথা স্বীকার করেছেন।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।