মোঃ মেহেদী হাসান ফারুক, টাংগাইল জেলা প্রতিনিধি : টাংগাইলের মির্জাপুরে বউ নিয়ে ঘরে যাওয়ার বদলে বরকে যেতে হয়েছে ছয় মাসের কারাদণ্ড নিয়ে কারাগারে। এক স্কুলছাত্রীকে বাল্যবিয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত বর মোক্তার আলীকে (২৮) এ সাজা প্রদান করেন। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিঞ্জুরি গ্রামে এ ঘটনা ঘটে। মোক্তার আলী জেলার নাগরপুর উপজেলার তেহালিয়া গ্রামের কোরবান আলীর ছেলে। জানা যায়, দুপুরের খাওয়া শেষে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরে বিয়ের আসর থেকে বরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭’ অনুযায়ী তাকে ৬ মাসের কারাদন্ড দেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।