রফিকুল ইসলাম : রবিবার (১ ডিসেম্বর) সকালের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের মন্ডল পাড়াস্থ মসজিদের পার্শ্ববর্তী স্থান থেকে আনুমানিক ৪৫ বছর বয়স্ক এক অজ্ঞাত পরিচয় বোরকা পরিহিত মহিলার মৃতদেহ হাত-পা-মুখ বাঁধাবস্থায় উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।
জানা গেছে, রবিবার (১ ডিসেম্বর) সকালের দিকে এলাকার লোকজন এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ হাত-পা-মুখ বাঁধাবস্থায় দেখে মিরপুর থানা পুলিশকে সংবাদ দেয়। তাৎক্ষনিকভাবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষদের মাধ্যমে মৃতদেহটি শনাক্ত করার জন্য চেষ্টা করেও ব্যর্থ হন।
অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারের সংবাদ পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস।
এলাকাবাসীর ধারনা, শনিবার গভীর রাতে হাত, পা ও মুখ বেঁধে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত মৃতদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।