রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ গ্রামের খালপাড়ায় খেলতে যেয়ে উচু মাটির টিলার নীচে চাপা পড়ে ২জন শিশু ঘটনাস্থলেই নিহত এবং অন্য ১জন শিশু গুরুতর আহত হয়েছে ।
নিহতরা-কুষ্টিয়া মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ গ্রামের মন্টু মণ্ডলের ছেলে আকাশ (১২) ও মৃত হাশেমের ছেলে তারিকুল (১২)। আহত-লিখন (১০) একই গ্রামের নাসিরের ছেলে ।
জানা গেছে, কুষ্টিয়া মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ গ্রামে মসলেম মণ্ডলের ছেলে আয়নালের জমির উঁচু মাটির টিলার নীচে খেলা করছিল উল্লেখিত ৩জন শিশু। এসময় উঁচু মাটির টিলার একাংশ ভেঙ্গে পড়ে উক্ত ৩ জন শিশু মাটি চাপা পড়ে। এলাকাবাসী মাটি সরিয়ে উদ্ধার করে দেখতে পায় আকাশ ও তরিকুল মারা গেছে। এতদসত্ত্বেও আকাশ ও তরিকুলকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন এবং লিখন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।