রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে নিজ জমিতে নির্বাচনী অফিস করতে না দেওয়ায় সৃষ্টি টিভির কুষ্টিয়া প্রতিনিধি রুবেল আহম্মেদ নান্নুকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সম্ভাব্য এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের ভাই মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এর পর থেকে সাংবাদিক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুক্রবার (০৬ই নভেম্বর) দুপুরে মিরপুর থানায় হুমকি দাতার নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করেন সাংবাদিক রুবেল আহম্মেদ নান্নুর ভাই হুমায়ূন কবীর। রুবেল আহম্মেদ নান্নু কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া এলাকার বাসিন্দা। তিনি বেসরকারি টেলিভিশন সৃষ্টি টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
সাধারণ ডায়েরীকারী হুমায়ূন কবীর জানান, আসন্ন মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনেসম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হিসেবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি মো. মাসুদ রানার নির্বাচনী প্রচারণার জন্য তার সমর্থক একই এলাকার মৃত হিসাব আলী জোয়ার্দ্দারের ছেলে গোলাম রহমান জোয়ার্দ্দার আমার বসত ভিটায় নির্বাচনী অফিস করে। এতে আমি এবং আমার ছোট ভাই রুবেল আহম্মেদ নান্নু তাকে আমাদের বসত ভিটা থেকে এ নির্বাচনী অফিস সরিয়ে নিতে বলি। এতে ক্ষিপ্ত হয়ে ০৫ নভেম্বর রাত ১০টা বেজে ২২ মিনিটে আমার ছোট ভাই রুবেল আহম্মেদ নান্নুর ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে ভয়-ভীতি দেখায় এবং হুমকি প্রদান করেন। তাৎক্ষণিক বিষয়টি আমাকে জানালে আমি ১১ টা বেজে ১৬ মিনিটে গোলাম রহমান জোয়ার্দ্দারকে ফোন দিলে আমাকেও একইভাবে হুমকি ধামকি দেয়। এর পর থেকে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। শুক্রবার দুপুরে আমি থানায় একটি সাধারণ ডায়েরী করেছি, যার নম্বর- ৩১৪।
রুবেল আহম্মেদ নান্নু বলেন, “জোর করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি মো. মাসুদ রানার লোকজন আমাদের বসত ভিটায় নির্বাচনী অফিস করেছে। আমি আমার বসত ভিটা থেকে অফিসটি সরিয়ে নিতে বলি। এর পরে বৃহস্পতিবার রাতে গোলাম রহমান জোয়ার্দ্দার তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৯১০৩২৮২৬৭) থেকে আমাকে ফোন করে ভয় দেখায় এবং হুমকি প্রদান করে।
গোলাম রহমান জোয়ার্দ্দার জানান, “আমি রুবেল আহম্মেদ নান্নুকে ফোন করেছিলাম, তাকে, তার সাথে ভোটের পরে কথা হবে বলেছি, হুমকি দেই নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।