ক্রাইম পেট্রোল ডেস্ক >>
কুষ্টিয়ার মিরপুরে জমিসংক্রান্ত পারিবারিক কলহের জের ধরে রুহুল আমীন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের মারপিটে মা মাহিমা খাতুন (৬০) গুরুত্বর আহত হয়েছে। তিনি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৩ জুলাই) সকালে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমীন একই এলাকার মৃত আফসার মন্ডলের ছেলে।
নিহতের বড় ছেলে আব্দুল হালিম জানান, সকালে জমিজমা নিয়ে পিতা রুহুল আমীনের সাথে ছোট ভাই সাজু'র বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মা ঠেকাতে গেলে সাজু মায়ের মাথায় আঘাত করে। এতে মা'র মাথা ফেটে যায়। এ সময় বাবা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত বাবাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জালাল উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের ছেলে সাজু ও তার স্ত্রী সালমা খাতুন পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।