রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : সোমবার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহম্মেদ এর নেতৃত্বে কুষ্টিয়া মিরপুরের আমলা বাজার ও নিমতলা বাজারের বিভিন্ন খাবার হোটেল, মিষ্টির দোকান, বেকারী ও ফার্মেসীতে এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নোংরা ও পঁচা-বাসী খাবার, অপরিচ্ছন্ন পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয়ের অভিযোগে সংশ্লিষ্টদের অর্থদণ্ড প্রদান করা হয়। নিমতলা বাজারের সুইট হোটেলের মালিক অখিল কুমার ঘোষকে নোংরা, পঁচা, বাসী ও অস্বাস্হ্যকর খাবার বিক্রয় করার অপরাধে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহম্মেদ আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।