জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট বাস স্টেশনের কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে বুক ব্যথা নিয়ে নবী হোসেন (৬৫) নামের এক মুসল্লির মৃত্যূ হয়েছে।
সোমবার (২৮ মার্চ) বিকেলে আসরের নামাজের শেষে এ মুসল্লির মৃত্যূ হয়।
মৃত্যূ বরণ করা মুসল্লি নবী হোসেন (৬৫) টেকনাফ উপজেলার হীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মালমোরাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের কর্মরত চিকিৎসক এ মুসল্লির মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেন।
এবিষয়ে মালুমঘাট মসজিদের স্হানীয় আব্দুল গণি নামের এক মুসল্লিসহ আরো অনেকই জানান,মুরব্বী নবী হোসেন নামের লোকটি চট্রগ্রামের দিক থেকে আসছিলেন।আসরের নামাজের সময় গাড়ী বিরতি দিলে তিনি মসজিদে নামাজ আদায় করতে ঢোকেন।নামাজ শেষে তিনি হঠাৎ বুকে হাত দিয়ে টিপে ধরে উপস্হিত মুসল্লিদের ছোট্র আওয়াজে ডাকলেন।এসময় আমিসহ কয়েকজন মুসল্লি এগিয়ে যাই।তখন এ মুরব্বী তাকে দ্রুত হাসপাতালে নিতে বলেন।পরে অটোরিকশা ডেকে আমরা তাকে ধরাধরি করে হাসপাতালে পৌঁছানোর ২/১মিনিট পূর্বেই তিনি মারা যান।তবু হাসপাতালে ঢুকালে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এর কিছুক্ষণ পরে চট্রগ্রাম শহর থেকে মারা যাওয়া নবী হোসেনের মেয়ের শ্বশুর ফোন করলে,তার ফোন বেজে উঠায় আমরা রিসিভ করি।মৃত্যূর বিষয়টি তাকে অবহিত করেছি।এরপরে তাদের পরিবারের অনেকই এই ফোনে যোগাযোগ করেছেন।তারা মালুমঘাট হাসপাতালে আসছেন বলে জানিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।