চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট স্টেশনে সরকারি অনুমতিবিহীন চলছে আবাসিক হোটেল ব্যবসা।এতে প্রতিনিয়ত বাড়ছে পতিতা ও ছিনতাইয়ের ঘটনা এমন অভিযোগ সচেতন মহলের।নীরব প্রশাসন!
অভিযোগ সূত্রে জানা যায়,মালুমঘাট স্টেশনে সরকারি অনুমতি বা লাইন্সেসবিহীন রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘ এক যুগ ধরে চলছে আবাসিক হোটেল ব্যবসা।এই হোটেলগুলোর নাম হচ্ছে, রেষ্ট ইন আবাসিক, ভাই ভাই বোডিং,আজিজ বোডিং ,মুজিব বোডিং ও মেমোরি গেস্ট হাউস। তাদের মধ্যে সকাল,বিকাল ও রাত্রে প্রতিদিন প্রতিনিয়ত রেস্ট ইন আবাসিক যেন পতিতার হাট।এই হোটেল পরিচালক সরওয়ার।এই রেস্ট ইন আবাসিকে পতিতার খোঁজে এসে প্রতিদিন চরিত্র হারা হচ্ছে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র ও যুব সমাজ।এছাড়া ভাই ভাই বোডিং'র মালিক জাগির হোসেন গত ২৯ অক্টোবর রাত প্রায় ১১টার সময় চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের পুক-পুকুরিয়া(মৌলভী পাড়া) এলাকার মৃত নুর আহমদের পুত্র মৌলভী আবু তৈয়ব(৩৫)কে একই পৌরসভার ভরামুহুরী এলাকার ফাতেমা(৪০) কে নিয়ে রাত যাপনকালে হাতে-নাতে ধরেছিল থানা পুলিশ।পরে হোটেল মালিকসহ আটক মৌলভী পুলিশের পায়ে ধরলে তাদের ছেড়ে দেয়।তবে হোটেল থেকে বের করে দিয়ে আলাদা-আলাদা ভাবে গাড়ীতে তুলে দেয়।এভাবে এ হোটেলে প্রায় সময় জুটি ধরে পড়লেও বন্ধ হচ্ছে ব্যবসা।তাছাড়া আজিজ বোডিং'র গত ২৬ অক্টোবর রাত প্রায় ৮টার সময় হোটেলের নিচ তলা থেকে খুটাখালীর মিজানুর রহমান(২০)নামের এক যুবকে চাকু দেখিয়ে মালিক বাবুল মিয়া পুতু (২৬) তার সহযোগি ভাই ভাই বোডিং'র মালিকের পুত্র মাদক সেবনকারী সাইফুল ও ডুমখালীর জসিম মিলে বেদড়ক মারধর করে স্যামস্ম মোবাইল সেট ও নগত কয়েক হাজার টাকা ছিনতাই করে নেয়।এছাড়াও হোটেলে বসে মাদক সেবনসহ পতিতার ব্যবসা চলমান।তাদের মনে নেই কোন ভয়,দিচ্ছেনা সরকারি রাজস্ব, নেই কোন লাইন্সেস।তবু এক যুগ ধরে চলছে হোটেল ব্যবসা।কার শক্তি বা ইন্দনে এখনো অটল ব্যবসায়ীরা?
এবিষয়ে হোটেল পরিচালক সরওয়ার বলেন,মাঝে মধ্য খারাপ মেয়ে আসে।তবে বেশী ক্ষণ থাকতে দিই না।কী করব এসব না হলেও চলতে পারিনা।
এবিষয়ে স্হানীয় মেম্বার ও প্যানের চেয়ারম্যান শওকত আলী বলেন,এসব অবৈধ বোডিং বন্ধ করে দেওয়াই জরুরি।আমি প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।