দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ>>
ময়মনসিংহের হালুয়াঘাটে আকরাম হোসেন নামে এক ব্যক্তিকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত কর্তৃপক্ষ। বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মাহফুজা আক্তার মিতু এর নির্দেশে সোমবার দুপুরে উপজেলার নাশুল্লা গ্রামে ৭৫৮ নং দাগের ০ .৮০ একর ফসলি জমি সরকারি নিয়ম অনুযায়ী ঢাক -ঢোল পিটিয়ে লাল নিশান খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করে দখল বুঝিয়ে দেন জেলা জজ কোর্টের নাজির মো. মুজিবুর রহমান। এ সময় আদালতের জারিকারক মো. রমজান আলী ও হালুয়াঘাট থানার বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মামলার বাদি আকরাম হোসেন বলেন, দেশে ন্যায় বিচার আছে তা আবারও প্রমাণিত হলো। আমি দীর্ঘ ১৫ বছর আইনি লড়াই করে আদালতের মাধ্যমে আমার জায়গা বুঝে পেয়েছি। আজ আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।