ক্রাইম পেট্রোল ডেস্ক:
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লভদী গ্রামে ডা'কাতির প্রস্তুতিকালে দেশীয় অ'স্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ অক্টোবর) ভোরে তাদের বল্লভদী থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতার ডা'কাতরা হলেন বাগেরহাটের সৈয়দপুর আছির উদ্দিন শেখের ছেলে রাজু শেখ ওরফে বখতিয়ার (৩৮), একই এলাকার জয়নাল মল্লিকের ছেলে মল্লিক রহমত আলী (৪০), একই জেলার রাখালগাছি গ্রামের আছির উদ্দিনের ছেলে মতিয়ার শেখ (৪৫), সাতক্ষীরার রজ্জব আলী গাজীর ছেলে মহাসিন গাজী (২৪) ও খুলনার সবুর সরদারের ছেলে ইমরান সরদার ওরফে বাচ্চু সরদার (২৩)।
শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুর রহমান জানান, 'আমরা রাতের বেলা ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, শিরখাড়া ইউনিয়নের বল্লভদী এলাকার পোস্ট অফিস মোড়ে পাকা রাস্তার উপর একটি সংঘবদ্ধ ডা'কাত দল ডা'কাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই সংবাদের সত্যতা যাচাই করার জন্য ফোর্সসহ আইসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে একটি পিকআপসহ সং'ঘবদ্ধ ৫ জন ডা'কাতকে আটক করি। এ সময় ডা'কাতদের সঙ্গে থাকা আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ, একটি শা'বল, তিনটি ড্রাম, একটি চা'কু ও একটি চা'পাতি উদ্ধার করা হয়।'
তিনি আরও বলেন, 'তারা আন্তঃজেলা ডা'কাত দলের সংঘবদ্ধ চ'ক্রের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডা'কাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধ সদর থানায় মামলা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।