আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দের দশ টাকা কেজির ৭ মেট্রিক টন চাউলসহ একজনকে আটক করেছে র্যাব।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমাণ্ডার মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে উপজেলার আদারভিটা বাজার থেকে তাকে আটক করা হয়।আটক বুলবুল হোসেন বুলু (৩৫) আদারভিটা গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে।
আনোয়ার বলেন, “গোপনে খবর পেয়ে আদারভিটা বাজারে চাল ব্যবসায়ী বুলবুলের গুদামে অভিযান চালায় র্যাব। এ সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৭ হাজার ২১০ কেজি (৭ মেট্রিকটন) চাউল উদ্ধার এবং বুলবুলকে আটক করা হয়।”
এ ঘটনায় মাদারগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।