ক্রাইম পেট্রোল ডেস্ক:
জামালপুরের মাদারগঞ্জে লাখ লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অবশেষে গ্রাহকদের কয়েক কোটি টাকা হা'তিয়ে নিয়ে রাতের আঁধারে অফিসে তালা ঝুলিয়ে পালিয়েছে 'বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটি' নামের একটি ভুয়া সংস্থা।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, পৌরসভার বালিজুড়ি বাজারের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হকের বাসায় ১৫ দিন আগে একটি অফিস ভাড়া নেয়। সেখানে তারা বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটি নামের সাইনবোর্ড লাগিয়ে গ্রাহকদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের জামানত সংগ্রহ করে। ২০ জুন থেকে ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু রবিবার গভীর রাতে তারা অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়।
বাসার বর্তমান মালিক রনি জানান, ১৫ দিন আগে নরসিংদী এলাকার মাহবুব নামের এক জন এসে বাসাটি ভাড়া নেন। তিনি তাদের প্রধান অফিস প্রয়াস ভবন, বেলানগর, নরসিংদী বলে জানান। তার সঙ্গে নারী-পুরুষ মিলে পাঁচ জন স্টাফ ছিল। তারা কী কাজ করেছে তিনি জানেন না। সকাল থেকে অনেক গ্রাহক এসে অফিস তালাবদ্ধ দেখে তাদের জানায়। তারা অফিস বন্ধ দেখে মাহবুবের মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মাদারগঞ্জ থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, ' আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।