কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরের মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৪ এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্কুল মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সাবেক প্রধান শিক্ষক মনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোহিবুল হক চৌধুরী সোমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নাজমুল আলম, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং সাবেক সহকারী শিক্ষক ফজলুল করিম প্রমুখ।
পরে প্রাক্তন শিক্ষার্থীরা সকল শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
দুপুরের খাবারের পর শুরু হয় স্মৃতি রোমন্থনের পালা। শিক্ষক শিক্ষার্থীরা এসময় কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিকেলে চায়ের আড্ডা শেষে সকল শিক্ষার্থীরা নৌকা ভ্রমণে বেরিয়ে পড়েন।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগরের বনানী থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা লায়ন এম তাজুল ইসলাম রুবেল।
উল্লেখ্য, ১৯৬৬ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর এটাই প্রথম শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হলো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।