জিয়াউল হক জিয়াঃ মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে সলিল সমাধি হয় ছোটন বড়ুয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের। সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে কক্সবাজারে চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড়ুয়া পাড়া সংলগ্ন মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়,নিহত ছোটন বড়ুয়া (১৫) বড়ুয়া পাড়ার তাছু বড়ুয়ার পুত্র। সে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নির্মুল বড়ুয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধু মিলে বাড়ীর পার্শ্ববর্তী মাতামুহূরী নদীতে গোসল করতে নামে।এতে পানিতে ডুব দিয়ে ছোটন নিখোঁজ হয়ে যায়। পরে সঙ্গীয় লোকজন তাকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।তখন তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।