কক্সবাজার প্রতিনিধিঃ মাতামূহুরী নদীর তীর থেকে মিঠুন দাশ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। শনিবার (১৩ মার্চ) সকাল ৭টায় পার্বত্য লামা পৌরসভাস্হ মিশনঘাটে স্থানীয়রা যুবকটির লাশ দেখে লামা থানা ও কাউন্সিলরকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়,নিহত মিঠুন দাশ (৩০) পৌরসভার ২নং ওয়ার্ডের নয়া পাড়া মিশনঘাট এলাকার সঙ্কর দাশের ছেলে। স্হানীয়দের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে অত্র পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হোসেন বাদশা বলেন, নিহত মিঠুন দাশ একজন সেলুন দোকানে কাজ করত।তবে নিহতের বাড়ি থেকে ৫০ ফুটের মধ্যে নদীর পাড়ে তার লাশটি পাওয়া গেছে।
লামা থানার অফিসার ইনর্চাজ মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়।প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরীতে লাশের গায়ে আত্নহত্যার আলামত পাওয়া গেছে। অন্য কোন চিহৃ আপাতত পায় নি।ময়না তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবেকেন এমন হল। বিষয়টি তদন্ত চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।