নীলফামারী প্রতিনিধি॥ মাছ কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঁখি মনি নামের সাত বছরের একশিশু নিহত হয়েছে। এ সময় আহত হয় শিশুটির মা শাহানুর বেগম(৩০)। ঘটনাটি ঘটেছে রবিবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দনি সোনাখুলি গ্রামে। শিশুটি ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে ও সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানাা যায়, ঘটনার সময় শিশু আঁখি মনি তাদের বাড়ীর পাশের পুকুরের ধারে মরা মাছ কুড়াতে গেলে পল্লী বিদ্যুতের লাইনের শর্ট সার্কিটের তারে জড়িয়ে পড়লে চিৎকার দেয়। এ সময় শিশুটির মা শাহানুর এগিয়ে এলে তিনিও বিদ্যুতের শর্ট সার্কিটের ধাক্কায় পকুরে পড়ে যায়। এলাকাবাসী তাৎক্ষণিক বিদ্যুৎ বিভাগকে জানিয়ে দিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করায়। এরপর মৃত অবস্থায় আঁখি মনিকে ও আহত অবস্থায় তার মা শাহানুরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আঁখি মনিকে মৃত ঘোষণা করেন ।
ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিশুটি নিহত হলেও অল্পের জন্য তার মা প্রাণে বেঁচে গেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।