ক্রাইম পেট্রোল ডেস্ক : পুলিশ হেডকোয়াটার্স এর মাদকমুক্ত সমাজ গড়ার নির্দেশনা বাস্তবায়নে মাগুরা জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান,পিপিএম এর মাদক নির্মূল তৎপরতায় মাগুরা সদর থানা ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছ।মাদক ও মাদক ব্যবসায়ী অনুসন্ধানে তৎপর মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদিনের নেতৃত্বে থানার চৌকশ মাদক অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট ,২০২০ খ্রিঃ তারিখ ভোরে থানাধীন নিজনান্দুয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ মোট ১২৫ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রয়ের নগদ ২৪,০০০/- টাকাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ অভিযানে মাদক পরিবহণ কাজে আসামীদের ব্যবহার করা দুইটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। অসীম কর্মকার (৩৮) ২। মোঃ রাজু (২৩) ও ৩। মোঃ আল আমিন (২২) আসামিরা দীর্ঘদিন যাবৎ যশোর থেকে ফেন্সিডিল সংগ্রহ করে মোটরসাইকেলযোগে যশোর- মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।