মাও: শামীম অাহমেদ, সাঁথিয়া পাবনা :
মহান আল্লাহ রব্বুল আলামীনের নিকট মাহে রমজান একটি গুরুত্বপূর্ণ মাস। এ ব্যাপারে হযরত রাসুল (সা) বলেছেন যে, আমি মাহে রমজানকে তিনভাগে ভাগ করেছি প্রথমত রহমত দ্বিতীয় মাগফিরাত তৃতীয় নাজাত। মাগফিরাত মানে মহান আল্লাহ রব্বুল আলামীন তার অসংখ্য বান্দা ও বান্দীকে মাফ করে দিয়ে থাকেন। কেননা রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাসে মহান আল্লাহ তায়ালা তার বান্দার আমলের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। যেমন: কেউ একটি নফল আমল যদি আদায় করে অন্য মাসে একটি ফরজ আদায় করার মত সাওয়াব দান করবেন। আবার কেউ যদি একটি ফরজ আদায় করে তাহলে অন্য মাসে ৭০ টি ফরজ আদায় করার সাওয়াব দান করা হয়।। এ মাসে মুমির বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়া হয়। আর যে ব্যক্তি এ মাসে একজন রোজাদারকে ইফতার করাবে মহান আল্লাহ তায়ালা তার আমলনামায় একজন রোজাদারের সাওয়াব দান করবেন এবং এতে ঐ ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ তায়ালা মাফ করে দিবেন। এ ভাবে মহান আল্লাহ তায়ালা মাহে রমজান মাসে তাঁর অসংখ্য বান্দা ও বান্দীকে মাফ করে থাকেন।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।