আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাওলানা রইস উদ্দীনের হ*ত্যার বিচার ও খু*নিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে নাসিরনগর উপজেলা পরিষদ সড়কে শহিদ মিনার চত্বরে আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা পীরে তরিকত মাওলানা মুফতি আলাউদ্দিন আহমাদ আল কাদেরী, বাগদাদী কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি পীরে তরিকত মাওলানা মুফতি মোস্তাক আহমেদ কাদেরী আল ওয়ায়েসী, দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস মিয়া,আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল কাদেরী, দাঁতমন্ডল দরবার শরীফের পীরজাদা মাওলানা আনোয়ারুল আজিজ আল কাদেরী, সাবেক সভাপতি মাওলানা শেখ সাইদুর রহমান, সহ-সভাপতি পীরে তরিকত মাওলানা জসীম উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পীরে তরিকত মাওলানা গোলাম মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান , মাওলানা আব্দুল বাছির, মাওলানা আব্দুুন্নবী সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মাসুদ ভূঁইয়া, মাওলানা মনছুর আহমদ, মাওলানা রমজান আলী, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা আবু জামাল, মাওলানা সায়েদুল হক, মাওলানা মাহমুদুল্লাহ আশরাফী, যুব নেতা মোঃ জুবায়ের আহমেদ, মাওলানা জহিরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান মাস্টার, মোঃ আমির উদ্দিন, ফুয়াদ পাঠান রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন। পরে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগন আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “মাওলানা রইস উদ্দীন ছিলেন একজন সৎ, শান্তিপ্রিয় ও দ্বীনদার আলেম। তাঁর নির্মম হ*ত্যাকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে।” বক্তারা অবিলম্বে খু*নিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।