ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহ মহেশপুর শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবি ও থানা সূত্রে প্রকাশ, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি’র অধিনন্থ শ্যামকুড় বিওপির কমান্ডার সিরাজের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে শ্যামকুড় মাঠের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬জন শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, ফরিদপুর, যশোর ও ঢাকা জেলায়।
আটককৃতরা জানায়, তারা কাজের উদ্দেশে ভারতে যাচ্ছিল।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে। একটি মানবাধিকার সংগঠন দুপুরে তাদের খাবারের ব্যবস্থা করে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।