ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ জনকে আটক করেছে বিজিবি। সকালে মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের মসজিদের পাশ থেকে যাদবপুর বিওপির সদস্যরা তাদেরকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জনান, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন একদল লোক অবৈধভাবে ভারতে যাওযার চেষ্টা করছে। খবর পেয়ে যাদবপুর বিওপির সদস্যরা নারী ও শিশুসহ ৭ জনকে আটক করে। আটকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।