ঝিনাইদহ প্রতিনিধি>>
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তবর্তী বাওলী গ্রাম লকডাউন করেছে জেলা প্রশাসন। এছাড়াও উপজেলার সীমান্তবর্তী ৬টি ইউনিয়নে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবুর রহমান।
তিনি জানান, সীমান্ত এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে গ্রামটিতে ৭ দিনের লকডাউন ও সীমান্তবর্তী স্বরূপপুর, নেপা, কাজীরবেড়, শ্যামকুড়, বাঁশবাড়িয়া ও যাদবপুর ইউনিয়নে রাতে চলাচলে ১৫ দিনের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনিয়ন গুলোতে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত মানুষ চলাচল ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।