জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শুক্রবার সন্ধ্যার দিকে শ্যামকুড় বিওপির টহল দল টাংগাইলপাড়া থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জোবায়ের আলী (৩২) কে আটক করে। সে মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। একই দিন বিজিবি সদস্যরা মহেশপুরের বেতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী যদবপুর গ্রামের জাফর হোসেনের ছেলে লিমন হোসেন (২৪) ও রাকিব উদ্দীনের ছেলে মোঃ ঝুমুর শেখ (৩৪) ও চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে মোঃ মুকুল হোসেন (২৬) কে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একশ গ্রাম গাজাসহ আটক করে। এদিকে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে অপর এক অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক হয় বেতবাড়িয়া গ্রামের মনু ব্যাপারীর ছেলে আমিনুল ব্যাপারী। আটককৃত আসামীদের মাদকদ্রব্য এবং মোটরসাইকেলসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।