ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর শহর থেকে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাদ্দাম হোসেন ঢাকার কেরানীগঞ্জ থানার আরাকোল গ্রামের সরফ উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার ঝিনাইদহ পুলিশ সুপারের অফিস থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, বুধবার গভীর রাতে গোপনসুত্রে খবর পেয়ে মহেশপুর শহরের কলেজ বাসস্ট্যাণ্ডে দাঁড়ানো একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এক হাজার ৬২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ সাদ্দামকে গ্রেফতার করা হয়। সীমান্ত এলাকা থেকে এসব মাদক দ্রব্য ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে পুলিশ জানায়। তবে এই কারবারের সঙ্গে জড়িত বাকী সদস্যদের পুলিশ গ্রেফতার করতে পারে নি। এ ব্যাপারে বৃহস্পতিবার মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।