ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে প্রতিবেশীদের মধ্যে মারামারিতে আলমগীর হোসেন (৩৫) নামের একজন নিহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আমির হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, ওই গ্রামের খাস জমিতে কয়েকটি পরিবার ঘর তুলে বসবাস করে। নিহত আলমগীরের বড়ভাই জাহাঙ্গীর হোসেন প্রতিবেশী আব্দুল মজিদের ভাগ্নে ইমরানের ঘরের সাথে লাগোয়া একচিলতে জমিতে খড়ের গাদা দেয়। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে এ নিয়ে আলমগীরের সাথে আব্দুল মজিদের কথা কাটা-কাটি শুরু হয়। এক পর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়। এতে আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
ওসি বলেন, আলমগীরের শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে। এই ঘটনায় পুলিশ প্রতিবেশী আব্দুল মজিদ ও সাহেব আলীকে আটক করেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।