ঝিনাইদহ প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগরে আন্তঃজেলা ডাকাত দলের দুই শীর্ষ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকরা হলেন- মাদারীপুর জেলার খবির সরদার (৫৫) এবং মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের জনি শেখ (৩০)। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে জীবননগর থানায় একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, জীবননগর উপজেলায় বিভিন্ন সময়ে ডাকাতির ঘটনা ঘটে আসছিল। সেসব ঘটনার সূত্র ধরে কাজ করছিলেন পুলিশ সদস্যরা। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের গোয়ালহুদা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতদলের দুই সদস্যকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি করা ভাগের তিন হাজার নগদ টাকা জব্দ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।