ঝিনাইদহ প্রতিনিধি :
এলাকার সহজ- সরল মানুষদের বিভিন্ন স্থানে চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া এবং গুপ্তধনের সন্ধান দেওয়ার কথা বলে দীর্ঘ দিন ধরে এলাকায় প্রতারণা করে আসা জ্বীনের বাদশা নামে খ্যাত মোস্তফা কামালকে পুলিশ আটক করেছে। এ সময় তার দু’সহযোগীও ধরা পড়ে। মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ কুশাডাঙ্গা এলাকা থেকে বাদশা নামে খ্যাত মোস্তফা কামাল (৪৫), ভাই মফিজ উদ্দীন (৫৫) ও সহযোগী একই এলাকার জুলফিকার আলীকে (৪৫) আটক করে। পরে আটকদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মহেশপুর থানার কর্মকর্তা ইনর্চাজ (ওসি) সাইফুল ইসলাম। প্রতারক জ্বীনের বাদশা খ্যাতদের গ্রেফতার করার পরে এলাকায় স্বস্তি ফিরে এসছে বলে স্থানীয়রা জানায়। গত ১৯ জুলাই সকালে কুশাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার হাজারো নারী-পুরুষ প্রতারক জ্বীনের বাদশা নামে খ্যাত মোস্তফা কামালের শাস্তি ও আটকের দাবিতে জুতা এবং ঝাড়ু মিছিলসহ মানববন্ধন করেছিল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।