কিশোরগঞ্জ প্রতিনিধি।।
জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক কিশোরগঞ্জের সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়ায় অবস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার পরিদর্শন করেছেন।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় তিনি পাঠাগারের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন বইতে তিনি মন্তব্য করেন:
“গ্রন্থাগারের সভাপতি আমিনুল হক সাদীর ঐকান্তিক প্রচেষ্টায় এই পাঠাগারটি এলাকায় পাঠক সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাজানো-গোছানো বই এবং পাঠকমুখী কার্যক্রম পাঠাগারটিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী। আমরা এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
এসময় অতিথিকে বই উপহার দিয়ে বরণ করে নেন পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী। উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির জেলা সভাপতি মুহাম্মদ রুহুল আমিন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, সহকারী গ্রন্থাগারিক ফারজানা আক্তার, পাঠক আবু নোমান সিন্ধু মিয়া, মুহাম্মদ সুমন মিয়া এবং ক্ষুদে পাঠক আফিফা হক, আদিবা হক ও মরিয়ম আক্তার নোহা।
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত এই পাঠাগারটি ২০২০ সালে জেলার শ্রেষ্ঠ বেসরকারি গণগ্রন্থাগার হিসেবে সম্মাননা লাভ করে এবং এখনও বিভিন্ন জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।