মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >> ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। ওই দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি 'মুজিবর্ষ' এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী ২০২১ উদযাপন উপলক্ষে বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভার্চুয়ালি রংপুর স্টেডিয়ামেযুক্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙখলা বাহিনীর সদস্য, সকল পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, কৃষক শ্রমিক, ছাত্র-ছাত্রীকে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ বাক্য পাঠ করাবেন। সুবর্ণজয়ন্তীর সকল অনুষ্ঠানসহ শপথ বাক্য পাঠে সকলের অংশগ্রহণ কামনা করেছেন রংপুর জেলাপ্রশাসক ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মো. আসিব আহসান। এ উপলক্ষ্যে জেলাপ্রশাসন রংপুর কর্তৃক ১৩-১৮ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ছয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান কর্মসূচিতে থাকছে- ১৩ ডিসেম্বর ২০২১ সকাল ১০ টায় রাইফেলস ক্লাবে বিজয় দিবস প্রীতি শ্যুটিং প্রতিযোগিতা ( পুরুষ ও মহিলা)। ১৪ ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর রংপুর ফাউন্ডেশনে মহান মুক্তিযুদ্ধের উপর আলোকচিত্র প্রদর্শন। ১৫-১৬ ডিসেম্বর (সন্ধ্যা-রাত পর্যন্ত) গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত স্থাপনাসমুহে আলোকসজ্জা এবং (১৫-১৬ ডিসেম্বর) শহরের প্রধান প্রধান সড়ক ও দ্বীপসমুহ বর্ণিল পতাকা দ্বারা সুসজ্জিত থাকবে। ১৫ ডিসেম্বর ৭টায় বিজয় দিবস মিনি ম্যারাথন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে শুরু করে শাপলা ও পায়রা চত্বর হয়ে জিলা স্কুল মাঠে শেষ হবে। পরে বিকাল ৩টায় জেলা শিশু একাডেমী রংপুরে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫-১৮ ডিসেম্বর পর্যন্ত রংপুর টাউনহল চত্বরে বিজয়ের সুবর্ণজয়ন্তী মেলা-২০২১ অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বে-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকানাধীন ভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলনসহ নগরীর মর্ডান মোড়স্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ 'অর্জন', এ ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা এবং মর্ডাণ মোড়স্থ অর্জন, ডিসি মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরাল, সুরভি উদ্যানস্থ শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর সেদিন সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার,রংপুর বিভাগ, রংপুর কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মূক্তিযোদ্ধা, পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার ভিডিপি, ভিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কাউট,রোভার স্কাউট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠাননের ছাত্র-ছাত্রী, শিশু সংগঠনের সদস্যবৃন্দের সমন্বয়, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। বেলা ১২. ৩০ মিনিটে রংপুর টাউন হলে বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা পরিবারে সংবর্ধনা প্রদান করা হবে। (১৬ ডিসেম্বর) বাদ যোহর সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। দুপুরে হাসপাতাল, রংপুর কেন্দ্রীয় কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমুহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বেলা ২ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের আলোচনাসভা ও ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি সুবিধাজনক সময়ে সিনেমা হল/শহরের উন্মুক্ত স্থানসমুহে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী রয়েছে। বিকাল ৪টায় রংপুর স্টোডিয়ামে (মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙখলা বাহিনীর সদস্য, সকল পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, কৃষক শ্রমিক, ছাত্র-ছাত্রী) কে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ বাক্য পাঠ করানো হবে। সন্ধ্যা ৬টায় পাবলিক লাইব্রেরি মাঠে আলোচনা সভা/ সিম্পোজিয়াম, পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় রংপুর স্টেডিয়ামে বিজয় দিবস প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফুটবল প্রতিযোগিতায় মাঠে থাকবে জেলা প্রশাসন দল বনাম সোনালী অতীত ক্লাব দল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।