ক্রাইম পেট্রোল ডেস্ক:
মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের ক'টূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর২০২৪খ্রি.) জুমার নামাজ শেষে মহানগরীর সোবহানীঘাট এলাকার শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা ভারতে মহানবী (স.)-কে নিয়ে ক'টূক্তিকারীর ফাঁ'সি চাই। প্রিয় নবীকে অপমান মেনে নেব না। অতিদ্রুত ক'টূক্তিকারীদের গ্রেফতার করতে হবে।
এ সময় তারা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ভারতের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।