https://youtu.be/4rSQ8gP6qL8
নাসিরনগর প্রতিনিধি, বি.বাড়িয়াঃ
ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী(সাঃ)কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা কওমী ওলামা পরিষদ। আজ শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।ওলামা পরিষদের সভাপতি মাওলানা শামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সাত্তারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মূফতি মোখলেছুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমেদ,মূফতি আবদুল বারী,মূফতি সাঈদুর রহমান,হাফেজ হুসাইন আহমেদ,মাওলানা সাকেদুর রহমান,মাওলানা আব্দুল্লাহ আল মামুন,মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী,মাওলানা তামজীদুল হক এনামী, মাওলানা ইকবাল,মাওলানা রঈছ উদ্দিন,মাওলানা নুরুল হক,মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা ইসমাইল,মাওলানা মাহবুবুর রহমান,মাওলানা নাসিরউদ্দিন জাফরী,এসএম শহীদুল্লাহ ও মোঃ গিয়াস উদ্দিনসহ আরো অনেকে। সমাবেশে বক্তারা মহানবী হয়রত মুহাম্মদ (সা.)এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। সমাবেশ শেষে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের মধ্য দিয়েই শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে প্রায় কয়েক হাজার মুসল্লী অংশ নেয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।