দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ >>
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ ইউসুফ আলী গত ৫ জানুয়ারি যোগদান করেছেন। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা সদ্য বিদায়ী মোহাম্মদ আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হলেন। গত ১ ডিসেম্বর সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ রাষ্ট্রপতির আদেশক্রমে এই নির্দেশ প্রদান করেন।
তিনি এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর পরিচালক পদে সুনামের সাথে তার দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন স্থানে সরকারের গুরুত্বপুর্ণ পদে সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।
এক সাক্ষাতে যুগ্ন সচিব পদমর্যাদার সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন, আমার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ সিটিকে একটি আধুনিক, নান্দনিক, পরিচ্ছন্ন ও সৌন্দর্যময় নগর গড়তে অত্যন্ত জনপ্রিয় তরুণ মেয়র মোঃ ইকরামুল হক টিটু আপ্রাণ চেষ্টা ও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। মেয়র মহোদয়ের নির্দেশে ময়মনসিংহকে একটি আধুনিক স্বাচ্ছন্দময়, পরিচ্ছন্ন, তিলোত্তমা নগরী গড়তে চেষ্টা চালিয়ে যাব।
সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা, কর্মাচরীসহ সকল মহলের সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, আমার বাড়ি ময়মনসিংহে হওয়ার পরও সরকার আমাকে ময়মনসিংহ নগরী গড়ার সুযোগ দিয়েছেন। এ জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি ময়মনসিংহকে আধুনিক নগরী গড়তে মেয়র মহোদয়ের প্রতিটি নির্দেশ দ্রুততার সাথে পালন এবং সকল উন্নয়ন কর্মকান্ড আরো তরান্বিত করতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাব।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।