দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
মঙ্গলবার (২৩ এপ্রিল ) রাত পৌনে ১১ টার দিকে নগরীর পঁচাপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় এক শিশু আ'হত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন ছেড়ে জামালপুরের দিকে যাচ্ছিল। নগরীর পঁচা পুকুর পাড় রেলক্রসিং এলাকায় একটি ব্যাটারিচারিত অটোরিকশাকে ধা'ক্কা দেয় এবং দুমরেমুচরে অটোরিকশা থেকে প্রায় একশ গজ দূরে নিয়ে যায়।
এ সময় অটোরিকশাতে থাকা একজন পুরুষ ও একজন নারী যাত্রী ঘটনাস্থলে মৃ'ত্যুবরণ করে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, 'ট্রেনের ধা'ক্কায় অটোরিকশায় থাকা এক পুরুষ ও এক নারী মারা গেছে। এই ঘটনা এক শিশু আহত হয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।