মো: আ: হামিদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন রানিয়াদ মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইনস্টিটিউটের ২০২০ইং সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীর একটি বিষয়ে এ বছর ৩১ মে ফলাফল প্রকাশে শতভাগ ফেল আসে। বৃহস্পতিবার (৪জুন) দুপুরে ফেল করা ওই ছাত্র- ছাত্রীরা মধুপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মধুপুর মালাউড়ি নামক স্থানে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। ঘটনা শুনে তাৎক্ষণিক মধুপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদেরকে সড়ক অবরোধ তুলে নিতে বললে ছাত্র -ছাত্রীরা অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিল করতে করতে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যায়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা এর নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা আ: রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে যান একং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে জানান, তোমাদের ব্যাপারটা নিয়ে ঢাকা ডিজি মহোদয়ের সাথে কথা হয়েছে বিশ দিনের ভিতরেই তোমাদের রেজাল্ট আসবে। তোমরা নিশ্চিন্তে বাড়ীতে ফিরে যাও। তার কথায় আশ্বস্ত হয়ে ছাত্র- ছাত্রীরা বাড়ীতে ফিরে যায়। মানসিকভাবে ভেঙ্গে পড়েছে উক্ত প্রতিষ্ঠানের সকল পরীক্ষার্থী। এ ব্যাপারে বিদ্যালয়ের অধ্যক্ষের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থায় সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষিকা- কর্মচারীদের গাফিলতির কারণে এরকম হয়েছে। শিক্ষার্থীরাসহ অভিভাবকরা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। তারা পরবর্তী শিক্ষা কার্যক্রম কীভাবে চালিয়ে যাবে সেটা নিয়ে অভিভাবকরা অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছেন। এব্যাপারে অধ্যক্ষ সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উক্ত প্রতিষ্ঠানের জনৈক শিক্ষক এর সাথে যোগাযোগ করে জানা যায়, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল ইসলাম ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডে গেছেন শতভাগ ফেল আসার কারণ খতিয়ে দেখার জন্য। এখন শিক্ষার্থীদের একটাই দাবি, যাচাই- বাছাইপূর্বক পরীক্ষার ফলাফল সংশোধন করে পুনঃফলাফল প্রকাশের পদক্ষেপ গ্রহণ করার, যাতে করে তারা পরবর্তী শিক্ষাকার্যক্রম যথাযথভাবে চালিয়ে যেতে পারে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।