আঃ হামিদ, মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩ টার দিকে বাংলাদেশ পুলিশের আয়োজনে মধুপুর থানা চত্বরে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে উক্ত আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনের সূচনা লগ্নে কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়। এসময় থানার অফিসার ইনচার্জ তারিক কামাল এর সভাপতিত্বে এবং এস, আই, আল আমিনের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা। এসময় উপস্হিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মধুপুর( সার্কেল) শাহিনা আক্তার ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মহিলা ভাইসচেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, সহ-সভাপতি ডাঃমীর ফরহাদুল আলম মনি, সহ- সভাপতি অ্যাড. ইয়াকুব আলী, সহ- সভাপতি বাপ্পু সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, পল্লী বিদ্যুৎতের ডিজিএম বিপ্লব কুমার সরকার, মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, পৌর কাউন্সিলর, ইউপি সদস্যগণ , সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, থানার সকল অফিসারগণ উপস্হিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।