মোঃ আঃ হামিদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় ২৬৫টি পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেছেন মধুপুর অফিসার্স ক্লাব। বুধবার থেকে এ বিতরণ কর্মসূচি শুরু হয়ে শুক্রবারে শেষ হয়। পর্যায়ক্রমে অফিসার্স ক্লাবের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, সার্বক্ষণিক সহযোগিতা করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা। তাকে সহযোগিতা করেন অন্যান্য নেতৃবৃন্দ। উপহার সামগ্রীতে রয়েছে চাল ৫ কেজি, পোলাওর চাল-১ কেজি, আলু-২ কেজি, ,তৈল ১ লিটার, সেমাই- ১ প্যাকেট, চিনি ১ কেজি, পিঁয়াজ-১ কেজি, সাবান ১টা। এদিকে এই দুস্থ পরিবারগুলো ঈদের দিনে কী রান্না করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিল। এমন সময় মধুপুর অফিসার্স ক্লাবের উপহার সামগ্রী পেয়ে তাদের মুখে হাসি ফুটে ওঠে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।