মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে তোতা মিয়ার বয়স ৮০ বছরের উপরে । সে বয়সের ভারে ন্যূব্জ। চোখেও তেমন দেখেন না, কানেও ভালোভাবে শোনেন না। তোতা মিয়ার কপালে এখনও পর্যন্ত বয়স্ক ভাতার কার্ড জোটেনি। তোতা মিয়ার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মালাউড়ি গ্রামে। তিনি মৃত খোদা বখসের ছেলে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তোতা মিয়ার সংসারে খুবই টানাটানি।
অভাবের তাড়নায় সে মধুপুর থানার মোড়ে রাস্তার ধারে বসে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।
তার এই দুরবস্থা এতদিনেও কোনো জনপ্রতিনিধির নজরে আসেনি বিধায় সামাজিক নিরাপত্তার বিভিন্ন প্রকল্পের আওতায় রাষ্ট্রীয় সুবিধা বয়স্ক ভাতা অথবা দরিদ্র হিসেবে কোনো ভাতা বা সুবিধা কখনো পাননি তোতা মিয়া। তোতা মিয়া কান্না বিজড়িত কন্ঠে আমাদের প্রতিনিধিকে জানান, আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও এখন পর্যন্ত সরকারি কোন সুযোগ -সুবিধা পাইনি।
এলাকার বাসিন্দারা বলেন, তোতা মিয়ার ঘরের যে অবস্থা, তাতে বৃষ্টি এলে সবকিছু ভিজে যায়। তোতা মিয়া খুব কষ্টের মাঝে জীবন যাপন করছে বলেও জানান তারা। তারা আরও জানান, তোতা মিয়ার সংসার খুবই অভাব অনটনের মধ্যো দিয়ে চলছে। এমতাবস্হায় তার বয়স্ক ভাতাসহ সকল প্রকার সরকারি সুযোগ -সুবিধার প্রয়োজন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।