আঃ হামিদ, মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি>> টাঙ্গাইলের মধুপুরে হিজড়াদের মাঝে কোভিড- ১৯ এর কারণে কর্মহীন বেকার ও দুস্হ জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ৩৪ জন হিজড়ার মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন। উপহারের ব্যাগে ছিল ১৫ কেজি চাল, ২ কেজি আম। এসময় তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ তালুকদার দুলাল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।