ক্রাইম পেট্রোল ডেস্কঃ পল্লী বিদ্যুতের মিটার লাগিয়ে দিতে দেরী করার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে প্রতিপক্ষের হাতে আহত সুজন (২৬) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি মারা গেছেন।
সোমবার দুপুরে ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামের দিনমজুর নজর আলীর ছেলে নিহত সুজন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ মধুপুর জোনাল অফিসের নিয়মিত মিস্ত্রি।
কুড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ও স্থানীয়রা জানান, রোববার সকালে বিদ্যুৎ সংযোগ তথা মিটার লাগানোর বিলম্ব নিয়ে প্রতিবেশী রুহুল আমিনের পরিবারের সাথে সুজনের ঝগড়া হয়। এ সময় রুহুল আমিনের বাবা মহুর উদ্দিন আহত হন।
এর জেরে বিকালে সুজনের ওপর আক্রমণ করে রুহুল আমিন ও জলিলসহ অন্যরা। দৌড়ে পাশের রজব আলীর বাড়িতে ঢুকে বাঁচার চেষ্টা করেন সুজন। বাড়িতে ঢুকে সেখানে তার ওপর আক্রমণ করে প্রতিপক্ষ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার অবস্থার অবনতি হলে সুজনকে ঢাকা মেডিকেলে নেওয়ার প্রস্তুতি চলাকালীন দুপুরে তার মৃত্যু হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।