মো: আ: হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে চৌধুরীপাড়া মন্দিরের সামনে দেওয়াল নির্মাণের প্রতিবাদে মধুপুরের সনাতন ধর্মালম্বীদের আয়োজনে (২১জুন) দুপুরে মধুপুর বাসষ্টান্ড চত্বরে এক মানব বন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মধুপুর পূজা উৎযাপন পরিষদ কমিটির সভাপতি বাবু সুবল চন্দ্র সাহা, মধুপুর মদন গোপাল দেবত্ব স্টেট কার্যকারী পরিষদের সদস্য বাবু শুভ চৌহান, বংশাই পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ চন্দ্র ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ। ওই সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর কলেজ শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকতার, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ- সভাপতি আসাদুজ্জামান আসাদ। বক্তারা বলেন, মধুপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় বংশাই নদীর উপর খাস জমিতে চৌধুরী পাড়া বংশাই পাড় শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে বিগত ৫ বছর যাবত এ এলাকার হিন্দু জনসাধারণ ওই মন্দিরে পূজা অর্চনা করে আসছেন। কিন্তু মৃত নিতাই ঘোষের পুত্র নিরঞ্জন ঘোষ এবং নয়ন ঘোষ মন্দির নির্মাণের পর হতে মন্দির কমিটির সাথে শত্রুতা সাধন করে আসছে। এছাড়াও নয়ন ঘোষ মন্দির কমিটির সদস্যদের নামে বিভিন্ন রকম মিথ্যা মামলা করে আসছে। নয়ন ঘোষ এ এলাকার হিন্দুদের দাবি উপেক্ষা করে মন্দিরের সামনে দিয়ে অবৈধভাবে দেওয়াল নির্মাণ করছে ৷ মন্দির কমিটির সদস্যগণ মন্দিরের সামনের দেওয়াল নির্মাণ করতে নিষেধ করলে নিষেধ অমান্য করে তারা দেওয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমরা এ এলাকার অসহায় সকল হিন্দু জনসাধারণ সবাই প্রশাসনের সুদৃৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠু তদন্ত করে দেয়াল নির্মাণ যাতে বন্ধ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।